কোটি কোটি টাকা লেনদেন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে
মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন।
INTERNET:নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার অয়ন শীল।অফিস বাড়ি তল্লাশি চালিয়ে একাধিক নথি এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের হাতে।অফিসেই মিলল তার বান্ধবীর খোঁজ।কোটি কোটি টাকা বান্ধবীর অ্যাকাউন্ট থেকেও লেনদেনর তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের হাতে।
অয়ন শীলের রহস্যময়ী বান্ধবীর নাম শেষ পর্যন্ত খোঁজ মিলল।সল্টলেকে অয়নের অস্থায়ী অফিস থেকে নাম মেলে ওই মহিলার।ইডি সূত্রে জানা গিয়েছে যে, রহস্যময়ী সুন্দরীর নাম শ্বেতা চক্রবর্তী।ওই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন। অয়ন শীলের অফিসে টেটের প্রশ্ন থেকে শুরু করে, ওএমআর শিট এবার মিলল মহিলার নামও।