ক্রিকেটকে আলবিদা বাটলারের

ব্যাট-গ্লাভস তুলে রাখলেন বাটলার

বাটলার চেয়েছিলেন আগেরবারের মতই এবারও অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে ইংল্যান্ডকে। রিজার্ভ বেঞ্চে বসে মাথা নীচু করছেন,একের পর এক উইকেট পড়ছে, আর চোখমুখ শুকিয়ে যাচ্ছে ততই।বিশ্বকাপের দৌড় শেষ করতে হল সেমিতেই।

বাটলার কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন ।বাটলার বলছেন, টিম কম্বিনেশনে ভুল সিদ্ধান্ত নিয়েছি,ভারতকে ১৪০-১৪৫ এর মধ্যে আটকে রাখতে পারলে ভাল হত,ওঁরা সব বিভাগেই আমাদের টেক্কা দিয়েছে।যোগ্য দল ফাইনাল উঠেছে।এরপরই বাটলার বলেন, ”এই মুহূর্তে ক্রিকেট থেকে আমি বিরতি নিতে চাই। হারের পর সবাই আবেগঘন হয়ে রয়েছে। অন্য কিছু নিয়ে ভাবতেও কারও ভাল লাগছে না। খেলা থেকে কিছুদিনের বিরতি নিয়ে ফের ফিরব আমরা।”

ব্যাট হাতে বাটলার শুরুটা কিন্তু ভালই করেছিলেন।অক্ষর পটেল আক্রমণে আসতেই পন্থের হাতেে ক্যাচ দিয়ে ফিরে যান ১৫ বলে ২৩ রানের ইনিংস খেলে।স্পিনের সামনে ইংল্যান্ডের ব্যাটাররা নড়বড়, তা আরও একবার প্রমাণিত হয়ে গেল।হ্যারি ব্রুক ২৫ছাড়া অন্যান্য কেউ সেভাবে রান পাননি।রোহিত শর্মা অর্ধশতরান,অক্ষর ও কুলদীপ তিনটি করে উইকেট নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *