আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

18 কোটিতে থামল গুনতি/Counting stopped at 18 crores

Published on: September 10, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

অবশেষে 18 কোটিতে থামল গুনতি ।কুড়িটি ট্যাঙ্কে ভরে গার্ডেনরিচ থেকে ফিরল ইডি।দীর্ঘ প্রায় 12 ঘন্টা কলকাতার গার্ডেনরিচে বাড়িতে টাকাগুনা শেষ করলেন ই ডি আধিকারিকরা। উদ্ধার হল প্রায় 18 কোটি টাকা বলে সূত্রের খবর। 8 টি টাকাগুলার মেশিন এনেছিলেন তদন্তকারী আধিকারিক । ট্রাকে ভরে নিয়ে যায় ।

শনিবার সকালে জানতে পারে সেখানে রয়েছে কোটি কোটি টাকা যা গুনতে নিয়ে আসা হয় ৮টি টাকা গোনার মেশিন রাত সাড়ে আটটায় গোনা শেষ করে ১৮ কোটি টাকা উদ্ধার করে নিয়ে যায় ইডি অধিকারীরা।

সামান্য এক গৃহস্থালির দোতলার বক্স খাটের ভিতর কোটি কোটি টাকা ।যদিও অভিযোগ অনলাইন অ্যাপে প্রতারণার সঙ্গে যুক্ত ছিল নাসির খানের ছেলে আমির খান। সেই টাকায় নাকি রাখা ছিল বাড়িতে। যদিও এই টাকা কোথা থেকে এলো তার উত্তর দিতে পারেনি নাসির খানের পরিবারের সদস্যরা। এখনও পর্যন্ত পরিবারের কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা জানা যায়নি ।মূল অভিযুক্ত আমির খান পলাতক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment