শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন স্মৃতি ইরানি
বাংলা ভাষায় কথাবার্তা ভালোই বলতে পারেন স্মৃতি ইরানি।দলকে চাঙা করতেও বার বার স্মৃতি ইরানিকে পাঠিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন সোমবার,দীর্ঘ প্রতীক্ষার অবসান।মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিল কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন। ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত সম্প্রসারিত অংশের উদ্বোধন করবেন তিনি।বিকাল ৫টা নাগাদ এই উদ্বোধন হবে।
বাংলা ভাষায় কথাবার্তা ভালোই বলতে পারেন স্মৃতি ইরানি।দলকে চাঙা করতেও বার বার স্মৃতি ইরানিকে পাঠিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই স্মৃতি ইরানি এবার শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে।রেল দফতরের সঙ্গে সেভাবে কোনও যোগ নেই কিন্তু তিনিই উদ্বোধন করবেন।রাজ্যকে কিছুটা এড়িয়ে এসব করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শাসকদলের একাংশ। শনিবার সকালেই শহরে চলে এসেছেন স্মৃতি ইরানি।
বৃহস্পতিবার থেকে মেট্রোর চাকা গড়াবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত।সোমবারের পরে ঘোষণা করা হবে মেট্রোর সূচিও।