দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এর উপরে ব্রিগেড ফেরত গাড়ি দুর্ঘটনার কবলে।
একুশে জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ঐতিহাসিক সমাবেশ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে

একুশে জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ঐতিহাসিক সমাবেশ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেই সমাবেশ থেকে ফেরত বাস দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এর ওপর পালসিট টোল প্লাজার নিকট একটি মারুতি ভ্যানের সঙ্গে জোর ধাক্কা লাগে। ঘটনা সুত্রে জানা গেছে বাসটি বীরভূম জেলার ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি থেকে এসেছিল। বাসে কমবেশি 70 জন লোক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি কলকাতার দিক থেকে বর্ধমান দিকে আসছিল এমন সময়ে রোডের উপরে একটি মারুতি ভ্যান ক্রস করতে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে মারুতি 12 জন আরোহী ছিলেন তাদের মধ্যে দুজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন বাকিগুলোকে গুরুতর অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
বাসের যাত্রীদের ছিটেফোঁটা আঘাত পেয়েছে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ এসে বাহুবলিকে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় এবং গাড়ি দুটিকে রিকভারি করে।