ইন্ডিয়া বুক অফ রেকর্ড এবং এশিয়া বুক অব রেকর্ডস এর নাম লেখালো সৌভিক চক্রবর্তী
ইন্ডিয়া বুক অফ রেকর্ড এবং এশিয়া বুক অব রেকর্ডস এর নাম লেখানো সৌভিক চক্রবর্তীকে বিশেষ সম্মান জানানো হলো
রায়না দু নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড এবং এশিয়া বুক অব রেকর্ডস এর নাম লেখানো সৌভিক চক্রবর্তীকে বিশেষ সম্মান জানানো হলো।ছোট থেকে ইচ্ছে ছিল ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এ নাম তোলার। অবশেষে সেই ইচ্ছে পূরণ হলো সৌভিক চক্রবর্তীর।পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না ২ নম্বর ব্লকের বাতাসপুর গ্রামে বাড়ি সৌভিকের।তার বাবা বিশ্বজিৎ চক্রবর্তী পেশায় একজন কৃষক হওয়ার পাশাপাশি ব্রাহ্মণ হিসেবে পূজাও করে থাকেন। দিদিও খেলাধুলায় খুব ভালো তাই দিদিকে দেখে ছোটবেলা থেকে শিখেছে সৌভিক।বাবা সহযোগিতায় এতদূর পৌঁছাতে পেরেছে বলে জানালো সে।
30 সেকেন্ডে হ্যান্ড স্টেপ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডস এর নাম লিখিয়ে রেকর্ড গড়েছে সে।অবশেষে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এও নাম লেখাতে চলেছে রায়না দু নম্বর ব্লকের বাতাসপুর নামক প্রত্যন্ত গ্রামের ছেলে সৌভিক।বর্তমানে অবশ্য সেই প্রক্রিয়া চলছে।সকলেই যাতে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকে এমনটাই কামনা করে সে।এশিয়া বুক অব রেকর্ডসের মেডেল গলায় পড়ার পেছনে তার পরিবার থেকে শুরু করে প্রশাসনের সকল আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতা রয়েছে বলে জানাই সৌভিক।
।তাঁর কথায়, শুধু চেষ্টা আর প্রতিভা থাকলেই হয় না বরং পাশে থাকার মত মানুষ চায় সাপোর্ট করার মতন ও মানুষ পাশে থাকলে তবেই গিয়ে সবটা সম্ভব হয়। তাই তার এই যাত্রা পথে যারা যারা তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সকলকে ধন্যবাদ জানায় সে।নিজের স্বপ্ন সফল করার পাশাপাশি ভারত মাতার নাম উজ্জ্বল করতে তৎপর সৌভিক চক্রবর্তী।