বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

এক যুবতীর অশ্লীল ছবি পোস্ট করে ব্ল্যাকমেল

Published on: July 4, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

এক যুবতীর অশ্লীল ছবি বিভিন্ন জায়গায় পোস্ট করে যুবতীকে ব্ল্যাকমেইন করার চেষ্টা এক যুবকের যুবকের শাস্তি চেয়ে থানার দারস্ত যুবতী পরিবার।এক যুবতীর অশ্লীল ছবি যুবতীর বিভিন্ন বান্ধবীদের কাছে ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে যুবতীকে ব্ল্যাকমেইন করার চেষ্টা শান্তিপুরের এক যুবকের। দীর্ঘদিন একই ঘটনা ঘটতে থাকাই যুবতী প্রশাসনের দারস্ত হবে বলে জানালে উল্টো যুবতীকে অকথ্য ভাষায় হুমকি অভিযুক্ত যুবকের। অবশেষে রবিবার যুবকের শাস্তি চেয়ে শান্তিপুর থানার দ্বারস্থ যুবতী ও তার পরিবার।

জানা যায় গত ৬ মাস আগে নদীয়ার নবদ্বীপের এক যুবতীর সাথে ফেসবুকে আলাপ চারিতা হয় শান্তিপুরের ময়ূখ কুণ্ডু নামে এক যুবকের। জানা যায় ওই যুবকের ডাকনাম (হ্যাপি) অভিযোগ গত কয়েকদিন ধরে ওই যুবক নবদ্বীপের ওই যুবতীর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়া ও ওই যুবতীর বিভিন্ন বান্ধবীকে পোস্ট করতে থাকে। ঘটনা নজরে আসতেই মানসিক অবসাদে ভোগে ওই যুবতী, এরপর ওই যুবতী সমস্ত ঘটনা তার পরিবারকে জানায়। পরিবার ওই যুবকের সাথে যোগাযোগ করলে পরিবারকে উল্টো অকথ্য ভাষায় হুমকি দেয় যুবক ময়ূখ কুন্ডু, এছাড়াও যুবতীকেও ফোন করে অশ্লীল ভাষায় গালাগালি করে।

শুধু তাই নয়, পুলিশ আমার কিছুই করতে পারবে না বলে হুমকি দেয় ওই যুবক। এরপর যুবতীর মানসিক অবস্থা দেখে ধৈর্য হারাই যুবতীর পরিবার, অবশেষে রবিবার নবদ্বীপ থেকে যুবতীকে সাথে নিয়ে শান্তিপুর থানার দারস্ত হয় যুবতীর পরিবার এরপর অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে, পাশাপাশি কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানাতেও লিখিত অভিযোগ দায়ের করে যুবতীর পরিবার। পরিবার জানায় ওই যুবক বিভিন্ন সময়ে ফোন করে ড্রাগস, গাজা, অন্যান্য নেশাদ্রব্য জিনিসের কারবারি করে বলে জানায়। আপনারা আমার কিছুই করতে পারবেন না সব আমার কেনা আছে এই ভাষাতে হুমকি দেয় প্রতিনিয়ত।

Join Telegram

Join Now