বিজেপির বিক্ষোভ জেলাশাসক দপ্তরের সামনে
রাজ্য জুড়ে ভোট লুট, হত্যা, সন্ত্রাসের বাতাবরণ তৈরী করে গণতন্ত্রের উৎসবকে জঙ্গলরাজে পরিণত করেছে
রাজ্য জুড়ে ভোট লুট, হত্যা, সন্ত্রাসের বাতাবরণ তৈরী করে গণতন্ত্রের উৎসবকে জঙ্গলরাজে পরিণত করেছে নির্বাচন কমিশন ও তৃণমূল সরকার! তারই প্রতিবাদে সোমবার বীরভূমের সিউড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে অভিনব কায়দায় বিজেপির কর্মীরা খালি গায়ে অবস্থান-বিক্ষোভ করছে।রাজ্যের অন্যান্য জেলা পাশাপাশি অনুব্রত হীন বীরভূমের বেশ কিছু জায়গায় নির্বাচনী প্রাক্কালে তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে ময়ূরেশ্বর ব্লকে কয়েকটি বুথে নির্বাচনের দিন অশান্তর পরিবেশ তৈরি হয়। ব্যালট বক্স ফেলে দেওয়া হয়। ব্যালট পেপারেও আগুন ধরিয়ে দেওয়া হয়। চূড়ান্ত অশান্ত পরিবেশ তৈরি হয় এলাকায়। পরে কেন্দ্র বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
অন্যদিকে জেলার দুবরাজপুর এবং খয়রাশোল এই দুটি ব্লকে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা করার অভিযোগ ওঠে। খুব স্বাভাবিকভাবেই কোথাও বিজেপির সাথে তৃণমূল সংঘর্ষ। কোথাও হবার তৃণমূল নির্দলের সাথে হাতাহাতি। ভোট লুটের অভিযোগ। সন্ত্রাসের ছবি।খুব স্বাভাবিকভাবেই সোমবার যখন বীরভূম জেলার মোট ছটি ব্লকে ১৪ টি বুথে নির্বাচন চলছে। এমত অবস্থায় বীরভূমের সিউড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে অভিনব কায়দায় খালি গায়ে বিজেপি নেতা, কর্মীরা অবস্থান-বিক্ষোভে বসে।
বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপির বীরভূম জেলার সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা। তিনি জানান, নির্বাচনের নামে বীরভূমে প্রহসন হয়েছে। এই প্রহসনের অংশীদার বীরভূম জেলা প্রশাসন। দিকে দিকে সন্ত্রাস করেছে নির্বাচনের দিন শাসক দল। প্রশাসন মদত দিয়েছে। তারই প্রতিবাদে আমাদের কার্যকর্তারা শরীরে বস্ত্রহীন অবস্থায় অবিভাব প্রতিবাদ চালাচ্ছে ডি এম অফিসের সামনে। আগামী দিনে এর জবাব মানুষ দেবে।