বেঙ্গালুরু কোচের মুখে মোহনবাগানকে হারিয়েই কলকাতা ছাড়ব
কোচ সাইমন গ্রেসন জানাচ্ছেন তাঁদের স্কোয়াডে প্রতিভাবান ফুটবলারে ভর্তি।
মোহনবাগান সুপার জায়ান্ট বেঙ্গালুরু এফসির বিপক্ষে আইএসএল-এর দ্বিতীয় ম্যাচে নামছে বুধবার।ফাইনালে মুখোমুখি হবার পরে আবার মোকাবিলার মঞ্চে দুই দল।টুর্নামেন্টের সবথেকে শক্তিশালী দল এবার মোহনবাগান।বেঙ্গালুরুও চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য রাখে। প্ৰথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের কাছে ২-১’ এ হেরে গিয়েছে ব্লুজরা।
বেঙ্গালুরুর এফসির কোচ সাইমন গ্রেসন বলে দিচ্ছেন মোহনবাগানকে হারানোর ক্ষমতা ধরে বেঙ্গালুরু।ক্যাপ্টেন সুনীল এশিয়ান গেমস খেলতে চিনে।কোচ সাইমন গ্রেসন জানাচ্ছেন তাঁদের স্কোয়াডে প্রতিভাবান ফুটবলারে ভর্তি। “জানি ম্যাচ কঠিন হতে চলেছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারলে জয় না পাওয়ার কোনও কারণ নেই।”
প্ৰথম ম্যাচে সেরা ছন্দে ছিলনা মোহনবাগান,তাও পাঞ্জাব এফসিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল মেরিনার্সরা।ফাইনালের পর ফের দুই দল আইএসএল এ অবতীর্ণ।টাইব্রেকারের চ্যাম্পিয়ন হয়েছিল বাগান।গ্রেসন বলছেন সেই ম্যাচ আপাতত অতীত।