আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

মুদিখানার মাল কিনতে গিয়ে বচসার জেরে খুন

Published on: July 10, 2025
---Advertisement---

Join WhatsApp

Join Now

আজ সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ দেওয়ানদিঘী থানার অন্তর্গত বাঘার ১ পঞ্চায়েতের মাহিনগর গ্রামের বাসিন্দা সূর্যনারায়ণ মন্ডল @ গান্ধী (৭১বছর) তার বাড়ির পাশেই একটি মুদির দোকান ছিল। যেটা প্রতিদিনের মতো আজকেও খুলেছিল। ওই গ্রামেরই প্রতিবেশী সুশান্ত মাঝি (বয়স ৫৩ বছর) পিতা- ধামা মাঝি, তার দোকানে আটা বিক্রি করতে এসে দোকানদার সূর্য নারায়ণ বাবুর সাথে ঝামেলা শুরু করে। 

Read More – বাজারে আগুন ধরা নিয়ে বিস্ফোরক অর্জুন

পূর্ব রাগবশত পরিকল্পনা মাফিক একটা বাঁশের লাঠি নিয়ে এসে দোকানদার সূর্য নারায়ন মন্ডলের মাথায় এলোপাথারি আঘাত করতে থাকে। সূর্য নারায়ন রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকে।চিৎকার শুনে লোকজন আসছে দেখে ঘটনাস্থল থেকে ছুটে পালিয়ে যায় সুশান্ত মাঝি। এরপর সূর্য নারায়ন বাবুর ছেলে ও স্ত্রী এবং প্রতিবেশী মিলে তাকে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।


এই খবরটি পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে দেওয়ানদিঘী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । সেখানে গিয়ে ঘটনার বিস্তারিত অনুসন্ধান শুরু করে। পরবর্তী তথ্য অনুযায়ী গ্রামেরই একজন প্রতিবেশী যার নাম সুশান্ত মাঝি (বয়স ৫৩ বছর) তার সাথে দোকানে আটা ক্রয় বিক্রয় নিয়ে ঝামেলা হয়, সেজন্য সে তার মাথায় বাঁশের লাঠিতে আঘাত করে পালিয়ে যায়। সমস্ত বিষয় জানার পরই পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করে ।

কিছুক্ষণের মধ্যেই তাকে আটক করে দেওয়ানদিঘী থানাতে আনা হয়।আটক সুশান্ত মাঝি থানাতে এসে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে নিজে সত্যনারায়ণ মন্ডল @ গান্ধী মন্ডলের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে খুন করেছে। সত্যনারায়ণ বাবুর ছেলে রাম নারায়ণ মন্ডল দেওয়ানদিঘী থানাতে এসে লিখিত অভিযোগ দায়ের করেছে ।যার ভিত্তিতে দেওয়ানদিঘী থানায় খুনের মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

Join Telegram

Join Now