ঈদের দিনও ব্যাংক খোলা কেরোলের দুটি শহরে

ঈদ উৎসব উপলক্ষে ভারতবর্ষের প্রায় সর্বত্র ব্যাঙ্ক বন্ধ। তবে কেরলের দুই শহরে খোলা রয়েছে ব্যাংক। তিরুবনন্তপুরম ও কোচিতে ঈদের জন্য ব্যাঙ্ক ছুটি নেই।

ঈদ উৎসব উপলক্ষে ভারতবর্ষের প্রায় সর্বত্র ব্যাঙ্ক বন্ধ। তবে কেরলের দুই শহরে খোলা রয়েছে ব্যাংক। তিরুবনন্তপুরম ও কোচিতে ঈদের জন্য ব্যাঙ্ক ছুটি নেই। মে মাসে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাঙ্কে মোট ১১ দিন ছুটি থাকবে বলে রিজার্ভ ব্যাঙ্ক মে ২০২২-এর সম্পূর্ণ ছুটির তালিকা প্রকাশ করে জানায়। রাজ্য এবং স্থানীয় উৎসব অনুযায়ী বিভিন্ন দিন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকে।

 

প্রতিটি রাজ্যের ক্ষেত্রেই রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি প্রযোজ্য হয়। আরবিআই-এর তালিকা অনুযায়ী, ভগবান শ্রী পরশুরাম জয়ন্তী, রমজান-ঈদ ঈদ-উল-ফিতর, বাসব জয়ন্তী, অক্ষয় তৃতীয়ার মতো পরব উপলক্ষে ৩ মে ব্যাঙ্ক ছুটি থাকে। হলিডেজ আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী এই মাসে ব্যাংকগুলো সাপ্তাহিক ছুটি বাদে চারটি ছুটি পাবে। সেই হিসেবেই কেরলের তিরুবনন্তপুরম ও কোচিতে ব্যাঙ্ক খোলা রয়েছে।

 

বিগত ১ এপ্রিল দেশজুড়ে ব্যাঙ্কের বাৎসরিক হিসেব নিকেশ শেষে দেশের প্রায় সর্বত্র ব্যাঙ্কে ছুটি ছিল। ২ মে কেরলের তিরুবনন্তপুরম ও কোচিতে ব্যাঙ্কের বাত্সরিক হিসেব নিকেশ ক্লোজ হয়। রমজানের কারণেই এই বিলম্ব। এবং তাই ঈদ উপলক্ষে গতকাল কেরলের এই দুই শহরের ব্যাঙ্ক বন্ধ ছিল। তাই এই দুই শহরে ব্যাঙ্ক ছুটি নেই আজ। আজকের পর দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্ক আরও আটদিন বন্ধ থাকবে।

 

সাপ্তাহিক ছুটির কারণে ৮ মে রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৯ মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৪ মে দ্বিতীয় শনিবার দ্বিসাপ্তাহিক ছুটি। ১৫ মে রবিবার সাপ্তাহিক ছুটি। ১৬ মে সোমবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকেন। ২২ মে  রবিবার সাপ্তাহিক ছুটি। ২৮ মে চতুর্থ শনিবার দ্বিসাপ্তাহিক ছুটি।২৯ মে রবিবার সাপ্তাহিক ছুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *