ঘরের বেরা কেটে গরু চুরি করার চেষ্টা

গতকাল গভীর রাতে কৈলাসহর চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে সমরুরপার ২ নং ওয়ার্ড এলাকায় ১ ব্যক্তির বাড়িতে গরু ঘরের বেরা কেটে গরু চুরি করার চেষ্টা করে চোরের দল

গতকাল গভীর রাতে কৈলাসহর চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে সমরুরপার ২ নং ওয়ার্ড এলাকায় ১ ব্যক্তির বাড়িতে গরু ঘরের বেরা কেটে গরু চুরি করার চেষ্টা করে চোরের দল। জানা যায় যে ওই এলাকার বাসিন্দা সাধন দেবের বাড়িতে গতকাল গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার কেটে ভারতে প্রবেশ করে উনার গরু ঘরের বেড়া কেটে গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সাধন দেব তা বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি করলে ঘটনা স্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় চোরের দল।

উল্লেখ্য সমরুরপার গ্রাম পঞ্চায়েতের ১ নং দুই নং এবং ৩ নং ওয়ার্ড এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা সাধন দেবের বাড়ি থেকে ৩০ মিটার দূরেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া। উক্ত বিষয় নিয়ে এলাকাবাসীরা একত্রিত হয়ে আজ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্ডিপুর বিজেপি মন্ডলের এসসি মোর্চার মণ্ডল সভাপতি দুলাল কৃষ্ণ দাস বলেন এই এলাকায় বিগত এক থেকে দেড় মাস ধরে বিভিন্ন ধরনের পাচার বাণিজ্য চলছে রোহিঙ্গা

এবং বাংলাদেশীও প্রবেশ করছে অবৈধভাবে সমরুরপার ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেরা দিয়ে পাশাপাশি অনেক গরুয়া চুরি হয়েছে ওই এলাকায় বিগত এক থেকে দের মাস আগে এমনকি উনি ১৯৯ নং ব্যাটেলিয়ান বিএসএফ জোয়ানদের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন তিনি বলেন এর আগে এমনটা হয় নাই কিন্তু 199 নং ব্যাটালিয়ন বিএসএফ জোয়ানরা যখন থেকেই এই সীমান্তের দায়িত্বভার গ্রহণ করে তখন থেকেই গরু চুরি থেকে শুরু করে রোহিঙ্গা এবং বাংলাদেশীয় ভারতে প্রবেশ করা শুরু করেছে এছাড়াও তিনি আরো বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *