আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

শান্তিনিকেতন ঘুরে গেলেন অনুপম খের

Published on: March 13, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

বলিউড অভিনেতা অনুপম খের শান্তিনিকেতন পরিদর্শনে এসেছিলেন। রবীন্দ্র স্মৃতি বিজড়িত শান্তি নিকেতন ঘুরে দেখেন।কলকাতার জাদুঘরে একটি আলোচনা সভায় যোগ দেন বলিউড অভিনেতা অনুপম। তাঁর সঙ্গে ছিলেন ‘কাশ্মীর ফাইলস্’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সেখান থেকে বিশ্বভারতীতে যাওয়া নিয়ে হুঁশিয়ারি শোনান। পরে সাংবাদিক দের মুখোমুখি হন দুটো ছবিতে অস্কার পাওয়া অভিনেতা অনুপম খের। একজন ভারতীয় হিসেবে নিজেকে গর্ব অনুভব করছেন।

অনুপমকে আমন্ত্রণ জানানো নিয়েও শুরু হয়ছে শিক্ষাঙ্গনে রাজনীতি নিয়ে তরজা। এক সময় শোনা যাচ্ছিল, আলোচনাসভায় অনলাইনে যোগ দেবেন তিনি। কিন্তু অনুপম নিজেই জানালেন তিনি সশরীরেই যাবেন বিশ্বভারতী ক্যাম্পাসে।স্পষ্ট করে বলে দিলেন, ‘‘কোই মাই কা লাল আটকাতে পারবে না।’’ এমনকি এটাও বলেন যে, তাঁর মতো সিংহকে কোনও ইঁদুর আটকাতে পারবে না।

আমি কাজ করতে চাই, আর যারা শুধু কাজ ছেড়ে কথা বলে তাদের জীবন এমনিতেই কেটে যায়।
সতীশ কৌশিক এর মৃত্যু সব ভুল। পুলিশ পরিষ্কার করে দিয়েছে স্বাভাবিক মৃত্যু। আমি আন্তরিকভাবে দুঃখিত বিশেষ করে সতীশ কৌশিক মৃত্যুর সংবাদ ভুল ভাবে পরিবেশন হচ্ছিল।

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে তিনি বলেন, এটা শিক্ষার মন্দির। খুব কষ্ট হয়। এধরনের হওয়াটা মোটেই কাম্য নয়।

পশ্চিমবঙ্গের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কেন্দ্রীয় এজেন্সির নজরে একাধিক অভিনেতা অভিনেত্রীরা। এ নিয়ে অনুপম খের বলেন এক দুজনের জন্য গোটা ইন্ডাস্ট্রি খারাপ হতে পারে না।

Join Telegram

Join Now