বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

লন্ডনে অঙ্কুশ-শ্রাবন্তী, “আমি আসছি”, বললেন ঐন্দ্রিলা

Published on: April 22, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

SUNITA GHOSH : -শ্যুটিং-এর জন্য সেই পয়লা বৈশাখের সময় থেকেই লন্ডনে রয়েছেন টলিউড জগতের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। লন্ডন থেকে বেশ কিছু পোস্ট করেছেন অভিনেতা। লন্ডনে ব্যস্ত শ্যুটে। নিজেই সে কথা জানিয়েছেন। দেখতে দেখতে এক সপ্তাহেরও বেশি হয়ে গেছে অঙ্কুশ লন্ডনে। অঙ্কুশ কে ছাড়া একাই আছেন ঐন্দ্রিলা। এ ভাবে আর কত দিন ভাল লাগে? ভাল না লাগার কথা অবশেষে জানিয়েই ফেলেছেন নায়িকা। তাই আপাতত বিক্রম চট্টোপাধ্যায়ই তাঁর সঙ্গী।

লন্ডন থেকে একের পর এক ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে চলেছেন অঙ্কুশ। প্রচণ্ড ব্যস্ত তিনি। দম ফেলার সময়টুকুও নেই তাঁর। শ্রাবন্তী চট্টোপাধ্যায়কেও দেখা যাচ্ছে তার সঙ্গে। দু’জনেরই ইনস্টাগ্রাম লোকেশন লন্ডন। সাত বছর পরে এসকে মুভিজ প্রযোজনা সংস্থার ছবিতে ফের নায়ক অঙ্কুশ। ওই ছবিতেই ১৩ বছর পরে আবার তিনি শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করছেন তিনি। এক্ষুণি মুখ খুলতে নারাজ এসকে মুভিজ।

 

বিদেশের পথঘাটে সেলফি তুলছেন শ্রাবন্তী। সেই ছবি ক্যাপচার করা মাত্রই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন অভিনেত্রী। সেই ছবি দেখে ঐন্দ্রিলা জানিয়েছেন, তিনিও কয়েক দিন পরেই উড়ে যাচ্ছেন অঙ্কুশের কাছে। শ্রাবন্তীর পোস্টে নীচে কমেন্ট করে লেখেন ঐন্দ্রিলা, “আমি আসছি খুব তাড়াতাড়ি।” তাতেই পালটা মন্তব্য করে শ্রাবন্তী লেখেন, “চলে এসো বেবি”।

 

এখন অনেকেরই প্রশ্ন হতে পারে যে অঙ্কুশের ওই সিনেমায় দুই নায়িকা। অদ্দৌ সেরকম টা নয়। এসকে মুভিজের ছবির কাজ শেষ করেই অঙ্কুশ রাজা চন্দের আগামী ছবির কাজ করবেন অঙ্কুশ। ওই সিনেমায় অঙ্কুশ এর বিপরীতে দেখা যাবে ঐন্দ্রিলাকে। আসলে অঙ্কুশের বাংলা সিনেমায় অভিষেক এসকে মুভিজের হাত ধরেই। একাধিক ছবি করেছেন এই প্রযোজনা সংস্থার সঙ্গে। মাঝে অবশ্য অন্যান্য প্রযোজনা সংস্থার সঙ্গে একাধিক কাজ করেছেন

Join Telegram

Join Now