বিনামূল্যে Jio রিচার্জ দিচ্ছেন আম্বানি?
৩ মাসের ফ্রি রিচার্জ
হোয়াটসঅ্যাপে একটি ভুয়ো বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ছে।মুকেশ আম্বানি কি দিচ্ছেন ফ্রি রিচার্জ ?অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষ্যে ৩ মাসের ফ্রি রিচার্জ প্রদান করছে Reliance Jio. হিন্দিতে লেখা ছিল হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া ওই বার্তা ।বলা হয়েছে, ব্যবহারকারীদের বিনামূল্যে রিচার্জ পাওয়ার জন্য একটি লিঙ্কে ক্লিক করতে হবে।ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুসারে Jio কোনও ফ্রি রিচার্জ দিচ্ছে না।এই ধরণের ভুয়ো বার্তা বিশ্বাস না করেন তাঁর পরামর্শ দেওয়া হয়েছে।
ভুয়ো বার্তায় লেখা “১২ জুলাই অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষ্যে মুকেশ আম্বানি ভারতের সমস্ত মানুষকে ৩ মাসের বিনামূল্যে ৭৯৯ টাকার রিচার্জ দিচ্ছেন। নিচে দেওয়া নীল লিঙ্কে ক্লিক করে আপনার নম্বর রিচার্জ করুন।” মহাক্যাশব্যাক নামে একটি অজানা সাইটের লিঙ্ক রয়েছে।লিঙ্কে ক্লিক করবেন না: Jio রিচার্জ শুধুমাত্র MyJio অ্যাপ বা Google Pay-এর মতো বিশ্বস্ত অনলাইন পেমেন্ট অ্যাপের মাধ্যমে করার পরামর্শ দেয়।Relaince Jio যদি সত্যিই ৩ মাসের ফ্রি রিচার্জ প্ল্যান অফার করত, তাহলে সব জায়গায় বিষয়টি আলোচনায় থাকত।স্ক্যাম মেসেজ নামকরা সংস্থার ছদ্মবেশ নিয়ে এই কাজ করে।