আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

মালকিনকে মারধর করার অভিযোগ

Published on: June 2, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

কালনার লিচুতলা এলাকায় এক মহিলা মালকিনকে মারধর করার অভিযোগ উঠল তাদের কাছে কাজ করা ড্রাইভার ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে. প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ এদিন বুধবার সকালে. কালনার লিচুতলা এলাকায় একটি ই কমার্সের হাব চালান দেবশ্রী রায় ও তাঁর স্বামী দীপ্তম রায়. তাদের কাছেই কাজ করত তাদের ড্রাইভার বিজয় হালদার.

ড্রাইভার নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতো বলে তাঁকে আজ বুধবার থেকে কাজে আসতে বারণ করে দেয় তারা. এরপরই গত মাসের দুদিনের পাওয়া টাকা দাবি করে আজ ওই হাবে উপস্থিত হয়ে  দেবশ্রী রায়ের উপর চড়াও হয় ওই ড্রাইভার ও তার পরিবারের লোকেরা. পুরো ঘটনার সিসিটিভি ক্যামেরা বন্দি হয়েছে. তারপর থেকেই আক্রান্তই মহিলা কালনা হসপিটালে চিকিৎসাধীন. অভিযুক্ত ড্রাইভারকে আটক করেছে কালনা থানা পুলিশ.

Join Telegram

Join Now