চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার BJP নেতার ২দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

চাকরি দেওয়ায় নামে প্রতারণা অভিযোগে গ্রেপ্তার হাওড়ার  উদয়য়নারায়নপুর বিজেপি নেতা সুমিত রঞ্জন কাঁড়ার,গত বিধানসভা ভোটে তিনি হাওড়া গ্ৰামীন জেলার উদয়য়নারায়নপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন। গত কয়েকদিন আগেই তার বিরুদ্ধে বিক্ষোভ দেখান চাকরী প্রার্থীরা,অভিযোগ ওঠে সুমিত রঞ্জন কাঁড়ার বিভিন্ন সরকারী দপ্তরে চাকরী দেওয়ার নামে বেশ কিছুজনের  থেকে কয়েক লক্ষ টাকা নেয়।তারপর টাকা ফেরত চাইলেও কিছু চাকরী প্রার্থীকে চেকে টাকা ফেরত দেন। কিন্তু  সেই চেক বাউন্স করে বলে অভিযোগ তোলে চাকরিপ্রার্থীরা।

  চাকরিপ্রার্থীরা এই ঘটনার প্রতিবাদে হাওড়ার উদনারায়নপুর থানায় অভিযোগ দায়ের করেন। গত শুক্রবার রাতে হাওড়ার ফ্লাট থেকে অভিযুক্ত বিজেপি নেতা সুমিত রঞ্জন কাঁড়াকে  গ্রেপ্তার করে হাওড়ার  উদয়নারায়নপুর থানার  পুলিশ।এদিকে এই ঘটনায় শনিবার সকালে উদয়নারায়ণপুর থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে টাকা দেওয়া চাকরিপ্রার্থীরা। প্রত্যেকেই টাকা ফেরতের দাবি জানান।এই ঘটনার তীব্র নিন্দা করেন এলাকার বাসিন্দারা।  স্থানীয় তৃণমূল নেতৃত্বও এই ঘটনায় তীব্র নিন্দা জানায়। প্রতারিত এক যুবক চন্দ্রশেখর পাল জানান,অভিযুক্ত ওই বিজেপি নেতা তাঁর কাছ থেকে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়েছিল।  অভিযুক্ত তার কাছ থেকে চাকরি পাইয়ে দেবার জন্য দু লক্ষ টাকা নিয়েছিল। কিন্তু সে চাকরি পাননি। তিনি অভিযুক্ত বিজেপি নেতার কাছে টাকা ফেরতের জন্য বারবার তাগাদা করেন। কিন্তু তিনি টাকা ফেরত পাননি । 

প্রতারিত চন্দ্রশেখর পাল আরও জানান, কিছুদিন আগে তাকে অভিযুক্ত বিজেপি নেতা এক লাখ টাকার চেক দেন। তিনি সেই চেক ব্যাঙ্কে ফেলেন। কিন্তু সেই চেক বাউন্স হয়। তিনি বলেন এরকম অন্য যুবকদের সঙ্গেও  অভিযুক্ত বিজেপি নেতা করে বলে তিনি শুনছেন। চেক বাউন্স হতে তিনি থানায় লিখিত অভিযোগ করেন। তিনি বলেন অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হয়েছে। দোষ করেছে বলে তিনি গ্রেফতার হয়েছে। কিন্তু তিনি চান তিনি টাকা যেন ফেরত পান বলে জানান চন্দ্রশেখর পাল। এদিকে এই ঘটনায় চাকরিপ্রার্থীরা শনিবার ও বিক্ষোভ দেখান উদয়য়নারায়নপুরে তবে বিজেপি নেতা সুমিত রঞ্জন কাঁড়ার’কে শনিবার উলুবেড়িয়া দেওয়ানী ও ফৌজদারি আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে ২দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *