আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

আনন্দ বার্তার উদ্যোগে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব

Published on: March 13, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

প্রতিবছরের ন ্যায় এ বছরেও আনন্দ বার্তার উদ্যোগে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব বর্ধমানের দোল উৎসবের আগের দিন। অর্থাৎ বাইরের হোলির দিন এই বসন্ত উৎসবে আয়োজন করে আনন্দ বার্তা ।প্রথমদিকে সকালের দিকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও বিগত কয়েক বছর বিকাল থেকে রাত্রি পর্যন্ত চলে এই অনুষ্ঠান। দু’নম্বর শাঁখারী পুকুর বিবেকানন্দ সেবক সংঘের মাঠে এবারেও মহা ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হলো আনন্দ বসন্ত সমাগমে অনুষ্ঠান।।

বিকাল পাঁচটায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক খোকন দাস। উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার , বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী সহ রত্না রায় ,প্রদীপ রহমান, সুকৃতি হাজরা, প্রসাদ ব্যানার্জি, নাজমুন আরা বেগম,সাহাবুদ্দিন খান,পল্লব দাস, জেলা তৃণমূলের যুব সভাপতি রাসবিহারী হালদার,স্বপন হাজরা,স্বপন হাজরা, মহেন্দর সিং সালুজা, হলি রক স্কুলের কর্ণধার সর্নাভো সাক্সেনা সহ বিশিষ্ট জনেরা। সহ বিশিষ্ট জনেরা। এই দিনের এই সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুদীপা সরকার। স্থানীয় শিল্পীদের নাচ গানে ৭ই মার্চ জমে ওঠে বিবেকানন্দ সেবক সংঘের ক্লাব প্রাঙ্গণ।

বিশিষ্ট সংগীত শিল্পী প্রিয়াংকা মজুমদার ও মনিদিপা মজুমদারের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মাতিয়ে তোলেন উৎসব প্রাঙ্গণ ।এছাড়াও বাংলা ব্যান্ড তিতান ও দর্শকদের নজর কাড়ে।বহু দূর দূরান্ত থেকেও শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আবির খেলা নাচ গানের পাশাপাশি অন্যান্য বারের ন্যায় এবারও খাওয়া-দাওয়ার আয়োজন করা হয় আনন্দবার্তার পক্ষ থেকে। ফুচকা চাওমিন ও আইসক্রিম উপস্থিত সকল শিল্পী ,দর্শক সহ সাধারণের জন্য এই আয়োজন করে আনন্দবার্তা। আনন্দ বার্তার দুই কর্ণধার রাজিব মণ্ডল ,পম মোহন্ত সহ পার্থ মজুমদার, শোভন দাস,রনি ঘোষ এর অক্লান্ত পরিশ্রমের ফলে সুন্দর ভাবে শেষ হয় এবারের বসন্ত উৎসব।

Join Telegram

Join Now