বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

২০ বছর আইনি লড়াইএর পর অবশেষে এক মাসের জন্য শিক্ষকতার চাকি

Published on: July 1, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

২০ বছর আইনি লড়াইএর পর অবশেষে এক মাসের জন্য শিক্ষকতার চাকি পেলেন পারাজের শিক্ষক।আদালতের নির্দেশে বুধবার গলসী ১নং ব্লকের জাগুলী পাড়া এমএসকে তে ভাষা সম্প্রসারক হিসাবে কাজে যোগ দিলেন শঙ্করপ্রসাদ ভট্টাচার্য্য। মঙ্গলবার বিকালেই পূর্ব বর্ধমান জেলা পরিষদের এ ই ও শঙ্করবাবুর হাতে নিয়োগ পত্র তুলে দেন। আর এই নিয়োগ পত্র হাতে পেয়েই  দুচোখ জলে ভরে গেল শঙ্করবাবুর।

প্রায় ২০ বছর আগে তাঁকে গলসী ১ নং ব্লকের জাগুলিপাড়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ভাষা সম্প্রসারক হিসাবে নিয়োগের জন্য বিডিওকে নির্দেশ দিয়েছিলেন বর্ধমান জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক। কিন্তু নিয়োগপত্র পাননি। এই পদে চাকরির মেয়াদ ৬৫ বছর পর্যন্ত। বুধবার শঙ্করবাবু যখন ভাষা সম্প্রসারক হিসাবে কাজে যোগ দিলেন তখন তাঁর  বয়স ৬৪ বছর ১০ মাস ২৮ দিন।

শঙ্করবাবু বলেন এই এস এম কেতে চাকরির জন্য একটা বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপন দেখে ইন্টারভিউ দি। পরে জানতে পারি আমার পরিবর্তে বেনিয়ম ভাবে অন্য একজনাকে ছাকরিটি দেওয়া হয়। এরপর সরকারের কাছে বিষয়টি তুলে ধরি।2003 সাল থেকে দীর্ঘ 20 বছর ধরে আদালত আর জেলা প্রশাসনের দরজায় দরজায় ঘুরে।এই জয়েন্ট লেটার পেয়ে কাজে যোগ দিয়েছি।

Join Telegram

Join Now