মহরমে গিয়ে মৃত্যু এক যুবকের
পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত আনখোনা গ্রামে মহরম খেলা খেলতে গিয়ে বুকে খঞ্জর চাকু ঢুকে মৃত্যু
পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত আনখোনা গ্রামে মহরম খেলা খেলতে গিয়ে বুকে খঞ্জর চাকু ঢুকে মৃত্যু হল সাহিরুল সেখ নামে এক উনিশ বছরের যুবকের।জানা যায় মৃত যুবকের বাবা রেজিয়ান সেখ।আনখোনা লেদূরী পাড়ার বাসিন্দা।জানা যায় মধ্যবিত্ত ঘরের ছেলে, মৃত সাহিরুল শেখ ভিন রাজ্যে কাজ করতো।
এই মহরম উপলক্ষে সে বাড়িতে আসে, কিন্তু এই মহরমই প্রাণ কেড়ে নিল এই যুবকের। এই আক্ষেপ শোনা যায়, সাহিরুল শেখের আত্মীয় পরিজন ও গ্রামবাসীদের মুখে।মৃত সহিরুলরা তিন বোন ও এক ভাই।
এই মৃত্যুতে গোটা আনখোনা গ্রামে নেমে আসে শোকের ছায়া।প্রত্যক্ষদর্শীর কথায়, মহরম এর দল খঞ্জর চাকু নিয়ে খেলতে খেলতেই রাস্তা দিয়ে আগাচ্ছিলো, এমন সময় ভুলবশত ভাবে ওই খঞ্জর চাকু শাহিরুলের বুকে বিঁধে যায়। এবং শাহিরুল সেখানেই পড়ে যায়।সাহিরুল কে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসা হলে, ডাক্তার মৃত বলে ঘোষণা করে।