রথের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার

আজ শুভ রথযাত্রা সারা রাজ্যের জেলার পাশাপাশি মালদা জেলাতেও সারম্বরে রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন কর হয়

আজ শুভ রথযাত্রা সারা রাজ্যের জেলার পাশাপাশি মালদা জেলাতেও সারম্বরে রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন কর হয়। জেলার অন্যান্য ব্লকের এর পাশাপাশি হবিবপুর ব্লকের কেন্দপুকুর, বুলবুলচন্ডী আইহো সহ বিভিন্ন জায়গায় পালিত হয় রথযাত্রা। মঙ্গলবার বিকেলে কেন্দপুকুর রথ কমিটির পক্ষ থেকে রথ যাত্রার সূচনা করা হয়। এদিন কেন্দপুকুর কুলাডাঙ্গা রাধাকৃষ্ণ মন্দির থেকে কেন্দপুকুর হাট পর্যন্ত রথ যাত্রার সূচনা হয়। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার কে নিয়ে রথ থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হাজার হাজার ভক্ত রাস্তায় উপস্থিত থেকে রথের রশি ধরে টান দেন। রথের রশি ধরে টান দেন ভক্তরা।

 

কমিটির পক্ষ থেকে জানানো হয় সাত দিন ধরে ঐ এলাকায় মাসির বাড়িতে থাকবে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথ। এরপর আবার উল্টো রথে তিনটি রথ ফিরে আসবে রাধা কৃষ্ণ মন্দিরে। এছাড়া সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে সকল ভক্তদের মিষ্টিমুখ করা হয়, খিচুড়ি ভোগের আয়োজন কর হয় এ রথযাত্রা আট থেকে ৮০ সকলে মেতে উঠেন আনন্দে।

 

রথের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। আহত হয়েছেন আরো দুজন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার জালালপুর এলাকায়। আজ বিকেলে রথ বেরোয়। রথ নিয়ে যাওয়ার সময় হঠাৎ এই বিপত্তি ঘটে। রথের চাকার নিচে পড়ে যান পুরাতন হাটখোলা এলাকার বাসিন্দা নমিতা মন্ডল নামে 32 বছরের এক মহিলা। ঘটনাস্থলাই তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *