ভয়াবহ পথ দুর্ঘটনা
ভয়াবহ পথ দুর্ঘটনা ময়নাগুড়ি ব্লকের নতুন বন্দর সংলগ্ন এলাকায়
রানীরহাট মোড় দিক থেকে আসা একটি কাটটা বোঝাই পিক আপ ভ্যানের সঙ্গে রানিরহাটের উল্টো দিক থেকে আশা এক ব্যক্তিকে ধাক্কামারে । তৎক্ষণাৎ রানীরহাটের থেকে একটি বাইক সেখানে চলে আসায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষঘটনা স্থলেই গুরুতরভাবে আহত হন
ভারসাম্যহীন সেই ব্যক্তি এবং বাইক চালক ।স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বটতলা গ্রামীণ হাসপাতালে পাঠিয়ে দেন স্থানীয় দের দাবিবাইক চালক এবং ভারসাম্যহীন ব্যক্তির পায়ে প্রচন্ড হারে চোট পান এবং তাদের পা ভেঙ্গে যায়
বলে এমনটাই আশঙ্কা করেন ,ঘটনাস্থলে ময়নাগুড়ি থানায় খবর দিলে ঘটনা স্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশঘটনার তদন্ত করছে ময়নাগুড়ি থানার পুলিশ