রাজ্যে চালু হলো পরিযায়ী সহায় নামক নতুন প্রকল্প

গতবছর যখন দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছিল সেই সময়কার পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবি আজও ভোলার নয়। পায়ে হেঁটে কয়েক শ, হাজার কিলোমিটার পাড়ি দিয়ে, ছোট ছোট শিশুদের সঙ্গে নিয়ে সকল পরিযায়ী শ্রমিকদের নিজেদের কর্মস্থল থেকে ফিরে আসতে হয়েছে বাড়িতে।এই যাত্রাপথে বিপুল কষ্ট সহ্য করার পাশাপাশি বহু পরিযায়ী শ্রমিককে হারাতে হয়েছে তাদের প্রাণ, হারাতে হয়েছে আত্মীয়দের।

পরিযায়ী শ্রমিকদের এই দুর্দশার ছবি দেশজুড়ে ছড়িয়ে পড়ার পর কেন্দ্র এবং রাজ্য সরকার তাদের তথ্য সংগ্রহ করার কাজ শুরু করে। পরিযায়ী শ্রমিকদের দুর্দশা দূর করতে দুই সহকারই বর্তমানে কোন কসুর রাখছে না। কেন্দ্রের তরফ থেকে যেমন বিভিন্ন প্রকল্প নিয়ে আসা হচ্ছে, ঠিক তেমনই কেন্দ্রের সাথে পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও এই সকল পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে এলো।

পশ্চিমবঙ্গ সরকারের শ্রমদপ্তরের তরফ থেকে অনুযায়ী শ্রমিকদের জন্য আনা এই নতুন প্রকল্পটি হল ‘পরিযায়ী সহায়’। দুর্গা পুজোর আগেই তথ্য সংগ্রহ করে পরিযায়ী শ্রমিকদের মুখে খাদ্য তুলে দিতে রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা এবং তাদের পরিবারের সদস্যরা বিনামূল্যে পাবেন খাদ্য সামগ্রী।

এই প্রকল্পের আওতায় কোন পরিযায়ী শ্রমিক অথবা তার পরিবারের সদস্যদের রেশন কার্ড না থাকলেও তারা বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন। এর জন্য রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে কুপন। এই কুপন দেওয়া হবে প্রতি মাসে। সেই কুপন রেশন দোকানে দিলেই বিনামূল্যে দেওয়া হবে খাদ্য সামগ্রী।

সরকারি সূত্রে জানা গিয়েছে, অর্থ দপ্তরের অনুমোদন ক্রমেই খাদ্য ও খাদ্য সরবরাহ বিভাগের সঙ্গে সমন্বয় করে এই প্রকল্প শুরু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিক এবং তার পরিবারের সদস্যরা প্রতি মাসে পাঁচ কেজি করে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন। এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করার জন্য শ্রমদপ্তর পর্যবেক্ষক নিয়োগ করেছে, যারা ব্লকে ব্লকে পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করার কাজ চালাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *