অনুষ্ঠিত হলো ফুটবলের আসর
নতুন প্রজন্মকে মাঠ মূখি করার বার্তা দেওয়া ছিল মূল উদ্দেশ্য বলে জানালেন WORLD VISION INDIA এর অন্যতম সদস্য সৌভিক বিশ্বাস।
বর্ধমান কল্পতর মাঠে আনন্দবার্তা, S4D পরিচালনায় ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো ফুটবলের আসর। এই ফুটবলের আসরের মধ্য দিয়ে বাল্যবিবাহ বন্ধ করা, স্কুল ছুটদের স্কুল মুখি করা এবং নতুন প্রজন্মকে মাঠ মুখি করার সচেতনতামূলক বার্তা প্রেরণ করা হয়। এই দিন বর্ধমান শহরে তথা বর্ধমান জেলার ৩৫ বছরের উর্ধ্বে প্রাক্তন ফুটবলারদের নিয়ে আটটি দলের নকআউট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
পাশাপাশি বর্ধমান শহরে প্রায় ১৫০ জন বাচ্চাদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় আটটি দলের। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ট্রাইবেকারের মাধ্যমে জয়লাভ করে বর্ধমান ডেভিলস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।
এ দিনের খেলায় সেরা গোলরক্ষক রিপন,সেরা স্টপার শান্তনু, সেরা স্ট্রাইকার সুবীর এবং ম্যান অফ দ্যা সিরিজ হয় মঙ্গল। ফেয়ার প্লে পুরস্কার জিতে নেয় মহীপাল এ.জি ক্লাব। এছাড়া প্রত্যেক খেলায় ম্যান অব দ্যা ম্যাচ কে সম্মানিত করা হয়। খেলার মধ্য দিয়ে মানুষের কাছে বাল্যবিবাহ বন্ধ,স্কুল ছুট বন্ধ এবং নতুন প্রজন্মকে মাঠ মূখি করার বার্তা দেওয়া ছিল মূল উদ্দেশ্য বলে জানালেন WORLD VISION INDIA এর অন্যতম সদস্য সৌভিক বিশ্বাস। প্রথম বছরে ফুটবলের আসর হয়ে ওঠে জমজমাট।