কয়েক ফুট লম্বা গভীর গর্ত শপিংমলে সামনে
বর্ধমান শহরের খুবই ব্যস্ততম একটি রাস্তা বাদামতলা হেড পোস্ট অফিসের সামনে এবং বর্ধমান বাদামতলা রিলায়েন্স ট্রেন্ডস এর ঠিক সামনে
বর্ধমান শহরের খুবই ব্যস্ততম একটি রাস্তা বাদামতলা হেড পোস্ট অফিসের সামনে এবং বর্ধমান বাদামতলা রিলায়েন্স ট্রেন্ডস এর ঠিক সামনে বর্ধমান পৌরসভা কোন একটি কাজের জন্য বেশ কয়েক ফুট লম্বা গভীর একটি গর্ত খুঁড়ে ছিল আড়াই থেকে তিন মাস আগে কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও সেই জায়গা ভরাট তো হয়নি উল্টে সেখানে আগাছায় ভরে গেছে এবং জলে ভরে আছে
জায়গাটি এবং রিলায়েন্স শপিংমলে সামনের যাতায়াতের রাস্তা টি শুধুমাত্র এই খননকার্যের জন্য এবং এই গর্ত খোঁড়ার জন্য ধ্বস নামে যায় এবং কিছু সাধারন মানুষ আহত হয় অল্প বিস্তর । এখনো পর্যন্ত বর্ধমান পৌরসভার যে কর্মীরা পাইপ লাইনের কাজের জন্য এই গর্ত টি খুঁড়ে ছিল, তারা এখনো পর্যন্ত সৈকতটি বোঝানোর কোনো ব্যবস্থা করেনি পৌরসভার কোনো উদ্যোগ নেয়নি গর্তটি বোজানোর জন্য ।
এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানদার ব্যবসায়ীরা এবং ক্রেতারাও পর্যন্ত আতঙ্কে আছেন যে যেকোনো সময় যদি ধ্বস নেমে যায় এবং বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা ।এবং এই জংলি গাছের জন্য এবং গর্তের মধ্যে যে জল জমে রয়েছে সেখান থেকে প্রচুর মশার জন্ম হচ্ছে প্রত্যেক দিনই সেখান থেকেও ম্যালেরিয়া রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় মানুষ ।