দেড় বছরে এক শিশুকে খুন করে তার মা
রূপপুর গ্রাম পঞ্চায়েতে হেদেডাঙ্গা গ্রামে দেড় বছরে এক শিশু পুত্রকে তার মা খুন করেছে বলে অভিযোগ
বীরভূম জেলায় শান্তিনিকেতন থানার অন্তর্গত রূপপুর গ্রাম পঞ্চায়েতে হেদেডাঙ্গা গ্রামে দেড় বছরে এক শিশু পুত্রকে তার মা খুন করেছে বলে অভিযোগ। তার মায়ের বিরুদ্ধে পরে মা নিজে আত্মঘাতী হবার চেষ্টা করে। পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ অনুমান করছে। বাবা সোনাই টুডু পেশায় রাজমিস্ত্রি ও তার স্ত্রী সুখদী টুডু তাদের দেড় বছরের এক সন্তান সুরজিৎ টুডু।
জানা গেছে পারিবার দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী মধ্যে পারিবারিক অশান্তি চলছিল তার ফলেই নিজের সন্তানকে গলাটিপে খুন করে নিজে আত্মঘাতী চেষ্টা । পাড়া-প্রতিবেশীরা দেখতে পেয়ে সুখদী টুডু কে বাঁচান । পরে শিশুটিকে তাড়াতাড়ি বোলপুর মহকুমা হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসায়রা মৃত বলে ঘোষণা করেন।
স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী এই কাণ্ড ঘটিয়েছেন। প্রতিবেশীরা পুলিশকে খবর দেন এবং ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ পৌঁছান। পুলিশ এসে মা-বাবা দুজনকে আটক করেছে। পুলিশ তদন্ত করে দেখছে কি কারনে এই ঘটনা ঘটলো। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।