স্যুটকেসে ছাত্রীকে ভরে হোস্টেল থেকে পালানোর ছক , দেখে নিন
হোস্টেল থেকে পালিয়ে যাচ্ছিল দুই পড়ুয়া। তার জন্য যে ছক তারা কষেছিল তাও অভিনব। স্যুটকেসের মধ্যে ছাত্রীকে ঢুকিয়ে তার বন্ধু পালিয়ে যাওয়ার সুপরিকল্পিত নীল নকশা বানিয়েছিল। কিন্তু গোটা ঘটনাই ক্যামেরাবন্দি হয়ে গেছে। সিসিটিভি ক্যামেরায় দুই বন্ধুর এই কীর্তি ধরা পড়তেই হইহই রইরই কাণ্ড মণিপুরের হোস্টেলে।জানা গেছে ঘটনাটি বুধবারের। মণিপুরের এক হোস্টেলে দুজন পালিয়ে যাচ্ছিল। একজন পড়ুয়া বিশাল এক স্যুটকেসের মধ্যে তার সহপাঠীকে ঢুকিয়ে দিয়েছিল।
সেই স্যুটকেস নিয়ে পালাচ্ছিল সে। হোস্টেলের গেটে যেতেই সিকিউরিটি গার্ড তাকে বাধা দেয়। জানতে চায় এত বড় ব্যাগে কী আছে? কিন্তু এই প্রশ্নের কোনও জুতসই উত্তর দিতে পারে না ওই পড়ুয়া। সে বলে, জামা-কাপড়, বই-খাতা রয়েছে সেখানে। স্যুটকেসটিকে বয়ে নিয়ে যেতে বেজায় সমস্যাও হচ্ছিল ওই পড়ুয়ার। সিকিউরিটি গার্ডের রকমসকম দেখে সন্দেহ বাড়ে। একটু চাপ দিতেই বেরিয়ে আসে সত্যিটা। স্যুটকেস খুলে দেখা যায় তার ভিতরে রয়েছেন এক ছাত্রী। হোস্টেলের বেড়াজাল থেকে পালাতেই যে এই ব্যবস্থা, তা আর বুঝে নিতে কারও অসুবিধা হয়নি।