বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

Published on: January 7, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

Internet: কোভিড বিধি মেনে, শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার গঙ্গাসাগর মামলার রায়দানে প্রধান বিচারপতি বলেন, ‘কোভিড বিধি মেনে গঙ্গাসাগর মেলা করতে হবে।’ করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা বন্ধের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন চিকিত্‍সক অরিন্দম মণ্ডল।

সেই মামলার শুনানি গতকাল শেষ হলেও রায় স্থগিত ছিল, আজ সেই মামলার রায়দান মেলার পক্ষেই গেছে। তবে কিছু শর্ত মেনেই মেলার অনুমতি দিলেন প্রধান বিচারপতির বেঞ্চ। হাইকোর্টের তরফে এদিনের রায়দানের সময় বলা হয়, গঙ্গাসাগর মেলার পরিস্থিতির দিকে নজর রাখতে তিন সদস্যের একটি কমিটি তৈরি করতে হবে। সেই কমিটিতে থাকবেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জ্যোতির্ময় ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ ত্রিবেদী। এই তিন সদস্যের কমিটিই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সবসময় পর্যালোচনা করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তত্‍ক্ষণাত্‍ মেলা বন্ধের সিদ্ধান্ত নিতে পারবে এই কমিটি। এছাড়াও আরও কিছু শর্ত রেখেছে কলকাতা হাইকোর্ট। সেগুলো হল, ম্যালেরিয়া ও করোনা নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে বিজ্ঞপ্তি জারি করতে হবে। অর্থাত্‍ কোনও ধর্মীয় অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েতের যে নির্দেশ আছে তা বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে গঙ্গাসাগর মেলার ক্ষেত্রেও। পাশাপাশি করোনা সতর্কতা বাড়াতে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে মানুষকে সজাগ করতে হবে।

Join Telegram

Join Now