বিরল প্রজাতির পায়রা উদ্ধার
ভারত বাংলাদেশ সীমান্তের অধীনে সীমা চৌকি মহেন্দ্র, ০৮ ব্যাটালিয়নের জওয়ানরা বিরল প্রজাতির পাঁচটি পায়রা উদ্ধার করেছে। পাঁচটির মধ্যে একটি মৃত অবস্থায় পাওয়া গিয়েছে । জানা যায় , এই বিশেষ প্রজাতির পায়রাগুলো চোরাকারবারীরা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসছিল ।
সীমান্তে ধরা পড়ে যাবার ভয়ে অন্ধকার ও ঝোপঝাড়ের সুযোগ নিয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযুক্তকারীরা এখনো অবধি ধরা পড়েনি। চোরাকারবারিদের কবল থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির পায়রাগুলো রানাঘাট বন দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।