বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

আমরুত জল প্রকল্প বাস্তবায়ন হলো পূর্ব বর্ধমানে

Published on: November 30, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমরুত জল প্রকল্প। মূলত রাজ্যের সুপ্রিমোর প্রথম লক্ষ্যেই ছিল, “সবার মাথায় ছাদ, সবার বাড়িতে জল”। তারই ধারাবাহিকতায়, প্রথম বাস্তবায়ন হল শহর বর্ধমানের ১৬ নম্বর ওয়ার্ডের এলাকায়।এদিন আমরুত জল প্রকল্পের প্রথম জল সংযোজন ও উদ্ভোধন করা হল স্থানীয় কৃষ্ণা কুণ্ডুর বাড়িতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বর্ধমান পুরসভার চেয়ার পার্সন প্রণব চট্টোপাধ্যায় ভাইস চেয়ার পার্সন আইনুল হক, আলপনা হালদার, প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য উমা সাঁই সহ অন্যান্যরা ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত উপ পুর প্রসাশক আইনুল হক জানান, “এই আমরুত জল প্রকল্পের জন্য প্রথম দামোদর নদীতে ইদিল পুরে খনন করার কাজ শুরু হয়েছিল। কার্যত কিছু বালি মাফিয়াদের জন্য সেই প্রকল্প সরিয়ে ৯ কিলোমিটার দূরে অর্থাত্‍ সদর ঘাটে শুরু হয়ে আজ তা বাস্তবায়ন হল”। এই মুহূর্তে ১০ টি রিসার্ভার মেশিন বসানো হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা বাসুদেব কুণ্ড বলেন, প্রকল্প চালু কবে হবে তা নিয়ে অপেক্ষায় ছিলেন। চালু হওয়ায় খুশি হয়েছেন। তাঁর বাড়ি থেকেই চালু হল এই আমরুত জল প্রকল্পের। তিনি বলেন, “পুরসভা মন্ডলী কাজ করছে। তবে অনেক জায়গায় রাস্তার অবস্থা খারাপ, সেদিকটা যদি আরও একটু নজর দেয় তাহলে মানুষের খুব ভালো হয়”। পাশাপাশি তিনি পুরসভার কাজের প্রশংসাও করেন।

উল্লেখ্য, শহর বর্ধমানে প্রথম সাড়ে ছয় হাজার কানেকশন দেওয়া হবে। পরে, ধাপে ধাপে ৩৪ হাজার ও পরে ৫৮ হাজার বাড়িতে আমরুত জল সরবরাহের ব্যবস্থা করা হবে, বলে জানা যায় ।বর্ধমানবাসীর বাড়ি বাড়ি এই আমরুত জল প্রকল্প কত দিনে সংযোজন হয়, এখন এটাই দেখার। তবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বর্ধমান শহরবাসী।

Join Telegram

Join Now