দক্ষিণবঙ্গের ৯ জেলায় অতিভারী বৃষ্টি , দেখে নিন
গত বেশ কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টি হওয়ার পর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে কিছুটা মেজাজ বদলেছে আবহাওয়া। কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলতে থাকলেও মোটের ওপরে আবহাওয়া বেশ ভালো। তবে সেপ্টেম্বরের বাকি দিনগুলোতেও দক্ষিণবঙ্গ ভালোই বৃষ্টি পাবে বলে মনে করা হচ্ছে।উল্লেখ্য, অনেক বছর পর এই মরশুমে দক্ষিণবঙ্গে এতটা বেশি বৃষ্টি হল বর্ষায়। দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বর্ষা এ বার বাড়তি। এর মধ্যে ৯টি জেলায় বর্ষা অতি বাড়তি। সাধারণ ভাবে কোনো অঞ্চলে বৃষ্টিপাত যদি ওই সময়ের স্বাভাবিকের থেকে ১৯ শতাংশের বেশি বাড়তি হয়, তা হলে সেটাকে অতি বাড়তি বলে।
কোথায় কোথায় বর্ষা অতি বাড়তি ?
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে এ বার দুই বর্ধমানে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এই দুই জেলাতেই বর্ষা স্বাভাবিকের থেকে ৩৬ শতাংশ বেশি হয়েছে। এর পরে রয়েছে উত্তর ২৪ পরগণা। সেখানে স্বাভাবিকের থেকে ৩৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে চলতি বর্ষায়।
হাওড়ায় ৩৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে এ বার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় এ বার স্বাভাবিকের থেকে ৩২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণ ২৪ পরগণা এবং বাঁকুড়ায় স্বাভাবিকের থেকে ২৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।
এ ছাড়া, স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে যথাক্রমে কলকাতা (১৫ শতাংশ), হুগলি (১৩ শতাংশ) এবং পুরুলিয়া (৪ শতাংশ)। নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টি হয়েছে একদম স্বাভাবিক। দক্ষিণবঙ্গের মধ্যে একমাত্র বীরভূম জেলায় বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে কম। সেখানে স্বাভাবিকের থেকে ৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে এ বার।
দক্ষিণবঙ্গে এখন সামগ্রিক ভাবে স্বাভাবিকের থেকে ২০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের হিসেবে বর্ষার এই মরশুম চলে ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাত্, এই মরশুম শেষ হতে বাকি আর মাত্র ১৪ দিন। বর্ষা যদি এ বার স্বাভাবিকের থেকে ২০ শতাংশের বেশি বাড়তি থাকে, তা হলে ২০০৭ সালের পর এমনটা হবে দক্ষিণবঙ্গে।
রবিবার থেকে ফের ভারী বৃষ্টি
বর্তমানে আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে এই মরশুমে স্বাভাবিকের থেকে ২০ শতাংশ বেশি বাড়তি নিয়েই দক্ষিণবঙ্গে যাত্রা শেষ করতে পারে বর্ষা। ইতিমধ্যেই মায়ানমার উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে। এই ঘূর্ণাবর্তটি এ বার পশ্চিম দিকে সরে এসে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি চলে আসতে পারে।
এর ফলে আগামী রবিবার থেকে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে ফের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তটির নিম্নচাপে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না। তবে সেটি যদি দক্ষিণবঙ্গের কাছ দিয়ে যায়, তবে জোর বৃষ্টি হওয়ার সম্ভাবনা যথেষ্ট।
এখানেই শেষ নয়। সেপ্টেম্বর শেষ হওয়ার আগে ফের একটি নিম্নচাপের কবলে পড়তে পারে দক্ষিণবঙ্গ। ফলে ফের এক দফা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।