অক্টোবর মাস থেকেই বন্ধ হবে এই সব ব্যাংকের চেকবই
কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে এক ছাদের তলায় আনার ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে চলছে একাধিক ব্যাঙ্কের সংযুক্তিকরণ। একাধিক এই সকল ব্যাঙ্ককে সংযুক্ত করার মধ্য দিয়ে যেমন এক একটি ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনই সেই সকল ব্যাঙ্ক আর্থিক সমৃদ্ধির মুখ দেখবে বলেই দাবি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
তবে এই ব্যাঙ্কগুলি সংযুক্তিকরণের ফলে সাময়িকভাবে গ্রাহকদের একাধিক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই সকল অসুবিধার মধ্যে হল চেকবই বাতিল হওয়া, আইএফসি কোড পরিবর্তন হওয়া সহ আরও একাধিক ব্যাঙ্কিং পরিষেবা রদবদল হওয়া। এই সকল পরিবর্তনের মধ্যে আগামী অক্টোবর মাসের শুরু থেকেই বাতিল হচ্ছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স (ওবিসি) এবং ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া (ইউবিআই)-র গ্রাহকদের চেকবুক।
কারণ এই দুটি ব্যাঙ্ক ইতিমধ্যেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাথে সংযুক্ত হয়ে গেছে। এমত অবস্থায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, এই দুই ব্যাঙ্কের চেকবই ১ অক্টোবর থেকেই অচল হয়ে যাবে।
চেকবুক বাতিল হওয়া নিয়ে আগেও একাধিকবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আর এবারও তারা সতর্কতাবাণী হিসেবে পুনরায় বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, “ওবিসি এবং ইউবিআই-এর পুরনো চেকবই ১ অক্টোবর থেকে আর গ্রহণযোগ্য হবে না। অনুগ্রহ করে সেই চেকবইয়ের বদলে নতুন আইএফএসসি এবং এমআইসিআর কোডযুক্ত পিএনবি-র চেকবই সংগ্রহ করুন।”
এর পাশাপাশি ব্যাঙ্কের তরফ থেকে নতুন চেকবুক পাওয়ার জন্য গ্রাহকদের কি কি করতে হবে তাও জানানো হয়েছে। ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে গ্রাহকরা নতুন চেকবুক পাওয়ার জন্য এটিএম, ইন্টারনেট ব্যাঙ্কিং, পিএনবি ওয়ান অথবা সরাসরি কলসেন্টারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন।
এর পাশাপাশি গ্রাহকরা ইচ্ছে করলে ব্যাঙ্কের শাখায় গিয়েও নতুন চেকবইয়ের জন্য আবেদন করতে পারবেন।জানানো হয়েছে, গ্রাহকরা যদি চেকবই পেতে অথবা অন্য কোন ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হন তাহলে তারা সরাসরি ১৮০০১৮০২২২২ নম্বরে যোগাযোগ করতে পারেন। এর পাশাপাশি আরও জেনে রাখা জরুরি, ওবিসি এবং ইউবিআই ব্যাঙ্ক ছাড়াও এলাহাবাদ ব্যাঙ্কও অক্টোবর মাস থেকেই আর পুরাতন চেকবুক গ্রহণ করবে না।