জল ট্যাংকের কাজের পরিদর্শনে পৌর প্রশাসক
কয়েক বছর ধরেই বর্ধমান শহরের সাতটি কেন্দ্রে জল ট্যাংকের কাজ হয়েছে ,এখনো পর্যন্ত মানুষের দুয়ারে পৌঁছায়নি পানীয় জল, নতুন দায়িত্ব পাওয়া পৌরসভা প্রশাসক হিসেবে প্রণব চ্যাটার্জী ,ও উপপৌর প্রশাসক আইনুল হকসাহেবের তৎপরতায় খুব শিগগিরই মানুষের দূরে পৌঁছে যাবে পানীয় জল, বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় আনুষ্ঠানিকভাবে না হলেও 25 নম্বর ওয়ার্ড জল ট্যাঙ্ক এলাকায় বৈদ্যুতিক গেং তুলে ট্রায়াল দেওয়া হলো ।
যাতে মানুষের দুয়ারে পৌঁছে যায় শুদ্ধ জল, পাশাপাশি পরিদর্শন করে দেখলেন পৌরসভা প্রান্তিক বিয়ে বাড়ি জল ট্যাঙ্ক এলাকায় কি অবস্থায় পড়ে রয়েছে, জল ট্যাঙ্কে প্রান্তিক বিয়েবাড়ি, পরিদর্শন করলেন, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হলো এদিন, পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জী জানান মানুষের দুয়ারে পৌঁছে যাওয়া জল এই কাজটি অনেক আগেই হয়ে যাবার কথা ছিল ।
কিন্তু বেশ কিছু বালি মাফিয়া বেআইনিভাবে বালি তুলে অনেকটা ডিপ করে দেবার ফলে জালের লেয়ার পাওয়া যাচ্ছে না,তাই 9 কিলোমিটার দূর থেকে আনতে হচ্ছে জল ,তার জন্য যেমন খরচ বেড়েছে এবং সময়ও অনেকটা পেরিয়ে গেছে, পৌরসভার উপ প্রশাসক আইনুল হক বলেন খুব তাড়াতাড়ি মানুষকে দুয়ারে পৌঁছে দেয়া হবে এই জল , প্রথম টায়াল দেয়া হল বৈদ্যুতিক গ্যাং তুলে, 25 নম্বর ওয়ার্ডে জল ট্যাঙ্কে, উপস্থিত ছিলেন পৌরসভার সম্পাদক জয় রঞ্জন সেন, পৌরসভার আধিকারিক তাপস মাকর অন্যান্য পৌরসভার কর্মীরা ।