নতুন ভ্যাকসিনেশন সেন্টারের উদ্বোধন
পূর্ব বর্ধমান:- করোনার তৃতীয় ঢেউ আসার আগেই কোমর বেঁধে নামছে বর্ধমান পৌরসভা। আজ বর্ধমানের স্টুডেন্ট হেলথ হোমে নতুন একটি ভ্যাক্সিনেশন সেন্টার এর উদ্বোধন করেন পৌর প্রশাসক আইনুল হক। নতুন টিকা কেন্দ্রের উদ্বোধন করে আইনুল বলেন’ নতুন পৌর প্রশাসক বোর্ড গঠিত হওয়ার আগে যে পরিমাণ টিকা দেওয়া হতো, সেই সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে।
বেশি সংখ্যক নাগরিক যাতে বিনামূল্যে সরকারি টিকা পান তা নিশ্চিত করতেই এদিনের এই নতুন সেন্টারের উদ্বোধন বলে জানান তিনি। স্টুডেন্ট হেলথ হোমের এই নতুন টিকাকরণ কেন্দ্রে প্রতিদিন 10 টা থেকে 5 টা পর্যন্ত আড়াইশো বেশি মানুষ বিনামূল্যে সরকারি টিকা পাবেন বলে জানা গিয়েছে।