ফেক খবর ছড়ানোর জন্য দৌলতাবাদ থানার পুলিশ গ্রেফতার করল এক ব্যক্তিকে
গতকাল থেকে গোটা রাজ্যে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি গতকাল দৌলতাবাদের বাসিন্দা সাহেব মন্ডল তার নিজস্ব ফেসবুক একাউন্টে একটি ফেক খবর পোস্ট করে সেখানে সে লেখে চরম খারাপ অবস্থা দুয়ারের সরকার প্রকল্পের এবং তিনজন মারা গেছে বলে পোস্ট করা হয়। কিন্তু ঘটনাটি সত্য নয় এবং সঙ্গে সঙ্গে দৌলতাবাদ থানার পুলিশ গতকাল রাত্রে সেই ব্যক্তি কে আটক করে এবং তাকে আজকে আদালতে তোলা হয়।