বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

তিন বছরের শিশুকন্যাকে নৃশংসভাবে গলা কেটে খুন করল মা

Published on: August 11, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

মালদা;-তিন বছরের শিশুকন্যাকে নৃশংসভাবে গলা কেটে খুন করল মা। মালদহের হরিশ্চন্দ্রপুরের মোহনপুরে বুধবার দুপুরে ওই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। মেয়েকে গলা কেটে খুন করে বাড়িতে রেখে প্রতিবেশীর বাড়িতে গিয়ে নিজেই সে কথা জানিয়েছেন মা। খিদে পেয়েছে বলে খাবারও চেয়েছিলেন। ওই মহিলা মানসিক ভারসাম্য হারিয়েই এ কাজ করেছেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। খবর পেয়েই পুলিশ নিয়ে নিজেই এলাকায় যান আইসি সঞ্জয় কুমার দাস। পুলিশ মা মানোয়ারা বিবিকে আটক করেছে। পুলিশ জানায়, নিহত শিশুটির নাম আতিফা খাতুন(০৩)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোহনপুরের বাসিন্দা পেসায় দিনমজুর সাহেব আলি। প্রথমে গ্রামেই বেগম বিবিকে বিয়ে করেন তিনি! তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বেগম বিবির মৃত্যুর পর সাহেব কুমেদপুর এলাকার মানোয়ারাকে বিয়ে করেন। সাহেবের প্রথম পক্ষের ছেলে-মেয়েরা পৃথক থাকেন। সাহেবও মানোয়ারার দ্বিতীয় পক্ষের স্বামী। আতিফা মানোয়ারার একমাত্র সন্তান। পরিবারের দাবি, মানোয়ারা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তারা চিকিত্সাও চলছে। এদিন দুপুরে স্বামী বাড়িতে ছিলেন না। ওই সময়েই শোওয়ার ঘরে আতিফাকে ছুরি দিয়ে গলা কেটে খুন করেন মানোয়ারা বলে অভিযোগ। তারপর প্রতিবেশীর বাড়িতে গিয়ে নিজেই সে কথা জানান।

Join Telegram

Join Now