মুনি ঋষিদের মূর্তি পরিষ্কারের মধ্য দিয়ে স্বচ্ছতা অভিযান পালন বিজেপির
শান্তিপুরের বিভিন্ন এলাকার আবক্ষ মূর্তি স্থাপন করা মুনিঋষি ও স্বাধীনতা সংগ্রামীর মূর্তি পরিষ্কার করে মাল্যদানের কর্মসূচি শান্তিপুর বিজেপির শহর মন্ডল এক ও শহর মন্ডল দুইয়ের। মঙ্গলবার সকাল থেকেই শান্তিপুরে বিভিন্ন এলাকার মুনি ঋষিদের মূর্তি পরিষ্কারের মধ্য দিয়ে স্বচ্ছতা অভিযান পালন করে বিজেপি। প্রত্যেকটি আবক্ষ মূর্তির স্থানগুলি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে মাল্যদান করে। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, গতকাল পশ্চিমবাংলা বাঁচাও কর্মসূচি পালন করেছিলেন মশাল জ্বালিয়ে। আজ একইভাবে স্বচ্ছতা অভিযানের কর্মসূচি পালন করে তারা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী ও মুনি-ঋষিদের মূর্তিতে মাল্যদান এর মধ্যে দিয়ে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপরে হাসপাতাল ও বিভিন্ন স্কুলগুলিতে গিয়ে স্বচ্ছতা অভিযান পালন করা হবে।