ছাত্র সমন্বয়ের রক্তদান শিবির মহিষাদলে
তুহিন শুভ্র আগুয়ান; মহিষাদলঃ বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি দেখা দিয়েছে। করোনার আতঙ্কে আগের মত সেই পরিমান রক্তদানও হচ্ছে না। এমন পরিস্থিতিতে এবার রক্ত সংকট মেটাতে এগিয়ে এল মহিষাদলের ‘ছাত্র সমন্বয়’। রবিবার মহিষাদল ছাত্র সমন্বয়ের তরফ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব মেনে সরকারি সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এদিন এই রক্তদান শিবির আয়োজন করা হয়। এদিন প্রায় একশোর বেশি মানুষ রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতার হাতে দিন একটি করে চারা গাছ উপহার সরুপ তুলে দেওয়া হয় সংস্থার তরফ থেকে। সংস্থার সদস্য বিক্রম চ্যাটার্জী বলেন, “অন্যান্য বছর আমরা বিনামূল্যে স্বাস্থ্য শিবিরও করে থাকি। কিন্তু এবছর করোনা সংক্রামণের কথা মাথায় রেখে রক্তের সংকট মেটাতে শুধু রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা সমস্ত সরকারি স্বাস্থ্যবিধি মেনে এই আয়োজন করেছি।”