বিধ্বংসী শামি,ব্যাকফুটে ইংল্যান্ড
মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ছিল ২৫ ওভারে ২ উইকেটে ৬১। চা বিরতিতে সেটাই দাঁড়ায় ৫০.২ ওভারে ৪ উইকেটে ১৩৮। লাঞ্চের চার ওভার আগে প্রথম রিভিউ নষ্ট হলেও সিরাজের ওই ওভারেরই শেষ বলে ঋষভ পন্থের পরামর্শে রিভিউ নিয়ে জ্যাক ক্রলিকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিল ভারত। আম্পায়ার কট বিহাইন্ডের আবেদন নাকচ করলেও রিপ্লেতে দেখা যায় বল ক্রলির ব্যাটের কানা ছুঁয়ে পন্থের তালুবন্দি হয়েছে। একইভাবে সফল রিভিউ নিয়ে জনি বেয়ারস্টোকেও সাজঘরে পাঠায় ভারত। সামির বল বেয়ারস্টোর প্যাডে লাগলেও আম্পায়ার আউট দেননি। রিভিউ নিয়ে লাভবান হয় ভারত। ৭১ বলে ২৯ রান করে আউট হন বেয়ারস্টো। তার আগে লাঞ্চের পর তৃতীয় ওভারের তৃতীয় বলে ডন সিবলিকে ১৮ রানে আউট করেছিলেন শামি।শার্দুল ঠাকুর আউট করেছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে। একই ওভারে শার্দুল নিয়েছেন দুটি উইকেট। ৮ উইকেট হারিয়ে ধুঁকছে থ্রি লায়ন্স।