বামেদের প্রতিবাদ কর্মসূচি
নদীয়া,মাধব দেবনাথ – গঙ্গা ভাঙ্গন রোধে কোন রকম ব্যবস্থা নিচ্ছে না রাজ্য এবং কেন্দ্রীয় সরকার, মূলত তারই প্রতিবাদে গঙ্গার তীরবর্তী অঞ্চল দিয়ে বামেদের প্রতিবাদ কর্মসূচি। এদিন নদীয়ার শান্তিপুর গুপ্তিপাড়া ঘাট থেকে প্রতিবাদ মিছিল শুরু করে বিডিও অফিসে একটি ডেপুটেশন জমা দেবে তারা। শান্তিপুরের গঙ্গা ভাঙ্গন কোনো নতুন সমস্যা নয়। বেশ কয়েক বছর ধরেই গঙ্গা ভাঙ্গন অব্যাহত। বিশেষ করে বর্ষার সময় গঙ্গা জলে গঙ্গা ভাঙ্গন এর তীব্রতা অনেকাংশে বৃদ্ধি পায়। শতাধিক বিঘা জমি তলিয়ে গেছে গঙ্গার কবলে। শুধু তাই নয় একাধিক গ্রামের বসতবাড়ি ও গ্রাস করেছে গঙ্গা। গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে এসে শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়া হয়। খুব বেশি হলে বালির বস্তা দিয়ে বাদ মেরামতের চেষ্টা করা হয়। কিন্তু তা নিমিষেই আবার ভেঙে যায়। বামেদের দাবি অবিলম্বে কেন্দ্র এবং রাজ্যের শেষ দপ্তর এবং প্রশাসনের যৌথ উদ্যোগে পাকাপোক্তভাবে প্রযুক্তিবিদ্যা কে কাজে লাগিয়ে যাতে গঙ্গা ভাঙ্গন এর রোধের ব্যবস্থা করা হয়। এদিন শান্তিপুর ব্লকের বিডিওর কাছে একটি লিখিত ডেপুটেশন জমা দেন তারা।