বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ভারতে একটা বদল চাই, খেলা হবে…. জাভেদ আখতার ও শাবানা আজমি মমতার সঙ্গে দেখা করেন

Published on: July 29, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

INTERNET:-মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজধানীতে ২০২৪ এর লোকসভা নির্বাচন মাথায় রেখে এখন থেকেই বিজেপি-বিরোধী দলগুলিকে নিয়ে জোট গঠনের প্রক্রিয়ায় আলোচনা, বৈঠক করছেন, তখন তিনি নৈতিক সমর্থন পেলেন এক বলিউড দম্পতির। জাভেদ আখতার ও শাবানা আজমি, যাঁরা সরাসরি রাজনীতির লোক না হলেও ঘোষিত বিজেপি ও মোদী-বিরোধী, বাম মনোভাবাপন্ন। পেগাসাস কাণ্ড নিয়ে রাজনৈতিক মহলে উত্তাপের মধ্যেই দিল্লিতে ইতিমধ্যে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, কমলনাথ, আনন্দ শর্মা, অভিষেক মনু সিংভি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের সঙ্গে দেখা করেছেন মমতা। রাজ্যের দাবিদাওয়া নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। আজ তিনি দেখা করেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরীর সঙ্গে। তার মধ্যেই দুই বলিউড ব্যক্তিত্ব মমতার সঙ্গে দেখা করেন আজ। পরে বলিউডের চিত্রনাট্যকার তথা কবি জাভেদ সাংবাদিকদের বলেন, দেশে পরিবর্তনের মুড দেখা যাচ্ছে। দেশের একটা বদল প্রয়োজন। দিল্লিতে দাঙ্গা-হাঙ্গামা হয়েছে, যা দুর্ভাগ্যজনক। একটা ভীতির পরিবেশ রয়েছে, যা বিদায় নেওয়া উচিত। যদিও সরাসরি মমতার নেতৃত্ব সম্পর্কে কোনও রায় না দিয়ে বলিউডে সেলিম-জাভেদ নামী জুটির অন্যতম মুখ বলেছেন, পশ্চিম বাংলার মডেল একটা উদাহরণ। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই, দেশে একটা ‘খেলা হবে’। সদ্যসমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূলের জনপ্রিয় খেলা হবে স্লোগান শোনা যায় তাঁর কথায়। মমতা নিজেও গতকাল জানান, ২০২৪ এর নির্বাচন হবে নরেন্দ্র মোদীর বনাম বাকি দেশের লড়াই। পুরো দেশে খেলা হবে। এ এক ধারাবাহিক প্রক্রিয়া, বলেন তিনি। জাভেদ অবশ্য কার নেতৃত্বে মোদী, বিজেপি-বিরোধী জোট হওয়া উচিত, সে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। মমতা গতকাল বলেছেন, বিজেপিকে হারাতে হলে সবাইকে একজোট হতেই হবে। আমি একা কেউ নই। আমি নেতা নই, ক্যাডার। আমি রাস্তার লোক। সনিয়া গাঁধীও বিরোধীদের ঐক্য চান। কংগ্রেস আঞ্চলিক দলগুলিকে ভরসা করে, তারাও ভরসা করে কংগ্রেসকে।

Join Telegram

Join Now