বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

৩ দিন থেকে নিখোঁজ থাকার পর অবশেষে নিথর মৃতদেহ উদ্ধার নয়নজুলি থেকে

Published on: July 29, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছরিয়ে পরে মথুরাপুর এলকায় ।এলাকা সুত্রে জানা গিয়েছে,মানিকচক থানা মথুরাপুর অঞ্চলের হরিবাসর এলাকায় ৩ দিন থেকে নিখোঁজ থাকার পর অবশেষে নিথর মৃতদেহ উদ্ধার নয়নজুলি থেকে। বিগত তিনদিন আগে মথুরাপুরের একটি সৎকাজ শ্মশানে গিয়েছিলেন ওই ব্যক্তি। ব্যক্তির নাম জিতেন মন্ডল বয়স (৬০)। ওই দিন থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। পরিবারের লোক গোটা এলাকয়া তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছিলেন। তিনদিন পর অবশেষে বাড়ির কাছের একটি নয়নজুলি থেকে থেকে উদ্ধার হয় তার মৃতদেহটি।এলাকারবাসীন্দারা ওই নয়ানজুলি কাছে গেলে সকালে দেখতে পায় দেহটি পরে থাকতে। এলাকাবাসী মানিকচক থানায় খবর দিলে দেহ উদ্ধার করে বর্তমানে ময়নাতদন্তের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Join Telegram

Join Now