মালদা: এক অসহায় পরিবারের অসুস্থ শিশুর চিকিৎসার ব্যবস্থা করে দিলেন মালদা শহরের এয়ারভিউ কমপ্লেক্স ও ইংরেজবাজার পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মন্ডল। ওই শিশুর চিকিৎসা সমস্ত দায়িত্বভার তুলে নিলেন নিজের কাঁধে। ওই অসহায় অসুস্থ পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছিলেন তিনি। এবারে অ্যাম্বুলেন্স করে দিয়ে ওই শিশুকে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হল। সমাজসেবী কৃষ্ণ মন্ডলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অসহায় শিশুর মা। উল্লেখ্য পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত সারোদা কলোনির বাসিন্দা বিজলি দেবনাথ। তার ১৩ বছরের শিশু কৃষ্ণ দেবনাথ কিছুদিন আগে ডান দিকে চোট পায়। তারপর থেকে আরও অসুস্থ হয়ে পড়ে। এদিকে চিকিৎসা করানোর মতো আর্থিক সঙ্গতি নেই পরের বাসায় কাজ করা মায়ের। এই অব্থায় খবর পেয়ে কৃষ্ণ মন্ডল ওই পরিবারের পাশে দাঁড়ান। কৃষ্ণ মণ্ডল জানান, অসহায় মানুষের পাশে দাঁড়াতে, ও মানুষকে সাহায্য করতে পারলে তৃপ্তি পাই। পাশাপাশি এদিন চাঁচল থেকে আসা এক অসহায় মহিলার হাতে ৪ হাজার টাকা তুলে দেন। ইংলিশবাজারের ডগ পুকুর এলাকার আরেক অহসায় মহিলার হাতে তুলে দেন ৩ হাজার টাকা।মালদা শহরের চার্জ পল্লী এলাকার এক অসহায় মহিলার হাতে তুলে দেন ৩ হাজার টাকা।বালুরঘাট এলাকার অহসায় মহিলার হাতে তুলে দেন ৫ হাজার টাকা। সোমবার সকালে মালদা শহরের কুলি পাড়া এলাকার এক অসহায় মহিলার বিয়ের জন্য ১০৫০০ টাকা তুলে দেন কৃষ্ণ মণ্ডল।
এক অসহায় অসুস্থ শিশুর চিকিৎসার ব্যবস্থা করে দিলেন সমাজসেবী কৃষ্ণ মন্ডল
By anandabarta
Published on: June 28, 2021

---Advertisement---