বাইকের কিস্তি দিতে না পারায় কোম্পানির চাপে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী
বাইকের কিস্তির টাকা দিতে না পারায় কোম্পানির লোকজনের অত্যাধিক চাপে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সামসেরগঞ্জ থানার জিয়ত কুন্ডু গ্রামে। মৃত ওই ব্যক্তির নাম সাধন সিংহ( ৪০)। ঘটনাস্থলে পৌঁছেছে সামসেরগঞ্জ থানার পুলিশ
জানা গিয়েছে মাস ছয়েক আগে অরঙ্গাবাদের একটি সংস্থা থেকে কিস্তিতে বাইক কিনেছিলেন পেসায় কল মিস্ত্রি সাধন সিংহ নামে ওই ব্যক্তি। প্রতি মাসে ৩৫০০ টাকা পরিশোধ করতেন। কিন্তু লকডাউনের কারণে অর্থনৈতিক মন্দা হওয়ায় দুমাস সেই লোনের কিস্তি পরিশোধ করতে পারেননি তিনি। আর যা নিয়েই ব্যাপক চাপ আসতে থাকে তার পরিবারের কাছে। পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকাল থেকে টাকার জন্য বাড়ির সামনে ধর্ণায় বসে বাইক ফাইন্যান্স এর দুই কর্মী। আর দুয়েকটা দিন অপেক্ষা করার অনুরোধেও কোনো কর্ণপাত শোনেননি তারা। অবশেষে অর্থনৈতিক মন্দা, মানসিক চাপ এবং লোনের কিস্তি পরিশোধ করতে না পেরে সিঁড়িঘরে গিয়ে গলায় কাপড়ের প্যাচ লাগিয়ে আত্নহত্যা করেন তিনি। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় ওই ফাইন্যান্স সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।