বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

অপহরণের নাটক,পুলিশি তৎপরতায় হাতেনাতে ধরা পরলো

Published on: June 21, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

মালদা :- বাবার কাছ থেকে টাকা হাতানোর আগেই পুলিশ জালে ধরা পরলো গুণধর ছেলে। সোমবার মালদা শহরের রথবাড়ি ফাঁড়ির পুলিশ এদিন গুণধর ছেলেকে মালদা জেলা আদালতে পেশ করে। পুলিশ সূত্রে জানা যায় পুকুরিয়া থানার চৌওদুয়ার এলাকার বাসিন্দা নুরুল শেখ (৪৫) গত মঙ্গলবার ইংরেজবাজার শহরের ৪২০ মোরএলাকা থেকে অপহরণ হয়ে যাবার নাটক করেছিল। বাড়ির লোকরা খবর পাওয়া মাত্রই নুরুল শেখ স্ত্রী শেফালী বিবি বুধবার ইংরেজবাজার থানায় স্বামীর অপহরণের বিষয়ে অভিযোগ করেন। শুরু হয় পুলিশি তদন্ত। রথবাড়ি পুলিশের তৎপরতায় মোবাইল লোকেশন ট্র্যাক করে গাজলের মরিয়াকুর এলাকার এক আমবাগান থেকে নুরুল শেখ কে হাতেনাতে ধরে ফেলে।

পুলিশ সূত্রে জানা যায় নুরুল শেখ নইমুদ্দিন শেখের একমাত্র ছেলে। তাদের চার থেকে পাঁচ বিঘা জমি রয়েছে। সম্পত্তি বাবার কাছ থেকে নিজের নামে লিখে নেওয়ার জন্য বহুবার চেষ্টা করেছিল নুরুল। কিন্তু তার বাবা ছেলের এই প্রস্তাবে রাজি হয়নি। এদিকে নুরুল শেখ এলাকার সমিতির টাকা দেওয়া‌ নেওয়ার কাজ করে। তিন চার মাস আগে সমিতির টাকা প্রায় ছয় থেকে সাত লাখ টাকা এলাকার বেশ কিছু জন ব্যক্তিকে ধার দিয়েছিল কিন্তু সেই টাকা নুরুল আর তাদের কাছ থেকে তুলতে পারেনি এদিকে সমিতির লোকেরা তার কাছ থেকে সেই টাকা নেওয়ার জন্য চাপ দেয়। এই মত অবস্থায় নুরুল এই অপহরণের নাটক করে ।বাবার কাছ থেকে ৬ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টাই ফন্দি বার করে। কিন্তু এতে সে সফল হয়নি পুলিশি তৎপরতায় তাকে হাতেনাতে ধরে ফেলা হয়। সোমবার দুপুরে রথবাড়ি ফাঁড়ির পুলিশ নুরুল শেখ কে মালদা জেলা আদালতে পেশ করে।

Join Telegram

Join Now