যত্রতত্র পড়ে ইনজেকশনের ব্যবহৃত সিরিঞ্জ,ব্যবহৃত গ্লাভস এবং নানারকম প্যাথলজিক্যাল জিনিসপত্র
নদীয়া, রানাঘাট:-যত্রতত্র পড়ে আছে ইনজেকশনের ব্যবহৃত সিরিঞ্জ,ব্যবহৃত গ্লাভস এবং নানারকম প্যাথলজিক্যাল জিনিসপত্র।রানাঘাট সুভাষ এভিনিউয়ের নেতাজি স্ট্যাচুর পাশে এমনই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়।শনিবার স্থানীয় বাসিন্দারা এবং ব্যবসায়ীরা দেখেন কে বা কারা রাস্তার ধারে ফেলে গেছে ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জের পেটি। করোনা আবহে এই রকম ঘটনায় স্বাভাবিক ভাবেই চিন্তিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা।তাঁদের বক্তব্য এখানে গবাদী পশুরাও চলাফেরা করে এই সমস্ত অবলা জীবের যদি ওই সমস্ত সিরিঞ্জ ফুটে যায় তাঁর দায়িত্ব কে নেবে।তাছাড়া রাস্তার পাশে এই রকমভাবে ব্যবহৃত প্যাথলজিক্যাল জিনিসপত্র ফেলাটাও অন্যায় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।এবিষয়ে রানাঘাট পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।