বাঁকুড়া, মূর্শিদাবাদ ও ধানবাদ থেকে ৭ জনকে গ্রেফতার
বাঁকুড়াঃ মাত্র কয়েক দিনের মধ্যেই সোনার দোকানে ডাকাতির কিনারা করলো পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বাঁকুড়া, মূর্শিদাবাদ ও ধানবাদ থেকে ৭ জনকে গ্রেফতার করার পাশাপাশি সোনার গহনা সহ নগদ টাকা মিলিয়ে ১৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
মঙ্গলবার বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার এক সাংবাদিক বৈঠক করে এই খবর জানিয়ে বলেন, এই ঘটনার মূল চক্রী গঙ্গাজলঘাটির বাবু গরাই নামে একজন। এর আগে এই ব্যক্তির নামে একাধিক অভিযোগ আছে।