কাতারের বিরুদ্ধে আজ সুনীলরা,ম্যাচ লাইভ সম্প্রচার কোথায় দেখা যাবে?জেনে নিন
INTERNET-দোহা:২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে আজ, বৃহস্পতিবার এশিয়ার অন্যতম সেরা দল কাতারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে ভারত । ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে এই ম্যাচ । দোহার জাসিম বিন হামাদ স্টেডিয়ামে আজ ফের একটা কঠিন পরীক্ষার সামনে সুনীলরা । গত বছর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে কাতারের সঙ্গে ড্র করে চমকে দিয়েছিল ভারত । একের পর এক গোল আটকে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু । দোহার মাঠে আজ ফের একবার চমক দিতে প্রস্তুত টিম ইন্ডিয়া ।
ভারত অধিনায়ক সুনীল ছেত্রী জানান, ” ম্যাচে প্রথম থেকেই আমাদের চাপ সামলাতে হবে। আমরা জানি, আমরা কী পারি। সেটাই করার চেষ্টা করে যাব। আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।’
ম্যাচের লাইভ সম্প্রচার:
বিশ্বকাপ এবং এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আজ দোহায় মুখোমুখি ভারত-কাতার । ভারতীয় সময় রাত ১০:৩০ মিনিটে শুরু হবে ম্যাচ । ভারতে ম্যাচের লাইভ সম্প্রচার দেখানো হবে Star Sports 2, Star Sports 2 HD and Star Sports 3 চ্যানেলে ।
পাশাপাশি ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar এবং Jio TV- তে