বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

সরকারি নির্দেশ অমান্য করার ফলে চার মিষ্টি ব্যাবসায়ী ও এক কাপড় ব্যাবসায়ীকে আটক করে পুলিশ:

Published on: June 2, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

সালানপুর:-করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই রাজ্য সরকার লকডাউন ঘোষণা করে।লকডাউন হলেও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়।তার মধ্যে মিষ্টির দোকানের সয়মসীমা ধার্য্য করা হয় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অবদি।কিন্তু মিষ্টি দোকানদারা ধার্য্য করা সময়সীমা না মেনে ইচ্ছা মত দোকান খোলা রাখছে বলে জানা যায়।তাছাড়া দেখা যায় কিছু কাপড় ব্যাবসায়ী রাজ্য সরকারের ধার্য্য করা সময় সীমা উলংঘণ করে চলেছে।

বারবার প্রশাসন সতর্ক করলেও তারা প্রশাসনের কোনো কথায় কর্ণপাত করে না।যার ফলে বুধ বার পুলিশ প্রশাসন কঠোর ভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।এদিন পুলিশ রূপনারায়ানপুর বাজারে অভিযান চালিয়ে ডাবর মােড় চত্বরের চারটি মিষ্টির দোকানের মালিকে আটক করেন।এছাড়া এক কাপড় ব্যবসায়ীকে আটক করে পুলিশ।জানা যায় তাদের বিরুদ্ধে করোনা মহামারির আইন ভঙ্গ করার মামলা রুজ করা হয় সালানপুর থানায়।একই সঙ্গে সমগ্র বাজার এলাকায় পুলিশ টহল দিয়ে সঠিক সময়ে দোকান পাট খােলা ও বন্ধ করার অনুরোধ জানান।তারা এ বিষয়ে পুলিশের তরফে জানানো হয় কোনরকম বিশৃঙ্খলা সহ্য করা হবে না যে আইন ভঙ্গ করবে তার বিরুদ্ধে পুলিশ আইনত ব্যাবস্থা নেবে। ।

watch.anandabarta.in

Join Telegram

Join Now