বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

রাইস মিল থেকে কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রায়নায়

Published on: May 26, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

রাইস মিলের ভিতর থেকে উদ্ধার হল এক কর্মীর ঝুলন্ত মৃতদেহ ।এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার বেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানে মাধবডিহি থানার বাজে কুমারপুর এলাকায় ।খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে বছর ২৮ বয়সী মিল কর্মী পচা টুডুর দেহ নামিয়ে ব্লক হাসপাতালে পাঠায়। সেখনে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন ।যুবক আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হলেও মাধবডিহি থানার পুলিশ যুবকের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,যুবক পচা টুডুর বাড়ি পুরুলিয়া জেলার বলরামপুর থানার বনবাধা গ্রামে । ২০ দিন আগে পচা রায়না ২ ব্লকের পহলানপুর গ্রাম পঞ্চায়েতের বাজে কুমারপুর এলাকার ওই রাইস মিলে কাজে যোগ দেয় । মিলের অন্য কর্মীরা জানিয়েছেন , কাজে যোগ দেওয়ার পর থেকে পচা স্বাভাবিক ভাবেই কাজ কর্ম করছিল ।তবে কোনও কারণে সে মনমরা হয়ে থাকছিল । এদিন মিলে নতুন প্রজেক্টের কাজ চলছিল ।সেই সময় টুলের ওপর উঠে গলায় গামছা দিয়ে বেঁধে হঠাৎই পচা টুডু ঝুলে পড়ে । তার কারণে তার মৃত্যু হয়।পচা টুডু কেন এমন অঘটন ঘটালো তার উত্তর এখন হাঁতড়ে বেড়াচ্ছেন অপর মিল কর্মীরা ।

Join Telegram

Join Now